আমাদের ভালবাসার মানুষ হঠা যখন কিছু না বলে চলে যায়, তখন আমাদের জীবনে অনেক গুলা প্রশ্ন থেকে যায়।
যেমনঃ
এক প্রেমিকার অন্যে কারু সাথে বিয়ে ঠিক হয়ে যাওয়াতে প্রেরেমিকা তার প্রেমিককে ফোন করে বলছে ভুলে যাওয়ার জন্য, প্রেমিক শেষ বারের মতো একবার দেখা করতে চাইলে প্রেমিকা রাজি হয়ে বলল আমি আসবো কিন্তু বেশিক্ষণ থাকতে পারবনা। পরদিন প্রেমিকা তার প্রেমিকের সাথে দেখা করতে গেল, এবং প্রেমিক ও আসল। কিন্তু কারু মুখে কোন কথা নেই, কিছুক্ষন পর প্রেমিক বলল, কি ব্যাপার কিছু বলছনা যে! প্রেমিকা কাঁদিতে কাঁদিতে বলিল, আমি বেশি কিছু বলতে পারবনা, শুধু বলব তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য দোয়া করব। এই বলে চলে গেলে। প্রেমিক পিছন থেকে অনেক ডেকেছে কিন্তু প্রেমিকা তার ডাকে সাড়া দেয় নাই। তার পর প্রেমিক ও মন খারাপ করে বাড়ি ফিরে যায় এবং নিচের চিঠিটা লিখে।
মাফ করে দিতে বলেছ,
কিন্তু আমি কি তোমাকে মাফ চাইতে বলেছি?
দোয়া করবে বলেছ,
কিন্তু আমি কি তোমার কাছে দোয়া চেয়েছি?
বেশি কিছু বলবেনা বলে চলে গেছ,
আমি কি তোমাকে বলতে মানা করেছি?
তুমি মাফ চাও তা আমি চাই নাই,
তোমার ভালবাসা চেয়েছি দোয়া আমি চাই নাই।
তোমাকে চলে যেতে আমি বলি নাই,
তুমি চলে গেছ আমি ডেকেছি তুমি শুন নাই।
তোমাকে ভুলে যেতে বলেছ,
তুমি ভুলে গেলে ও আমি ভালবেসে যেতে চাই।
আসলে আমরা চাইলেও ভালবাসার মানুষকে ভুলা যায় না।
আপনারা কি বলেন! ভুলা যায়?



love you



 

Post Clip On Your Blog!

 

Make a Free Website with Yola.